ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা : ০১ টি
নাম : তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র
উপকরণ ও সরবরাহ ইউনিট
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিট জনসংখ্যা সেক্টর কর্মসূচী বাস্তবায়নের জন্য নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, ঔষধ এবং এমএসআর (যন্ত্রপাতি) ক্রয়/সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে। ক্রয়/সংগ্রহকৃত এ’সকল জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ও ঔষধ কেন্দ্রীয় পণ্যাগার মহাখালী ঢাকা এবং দেশের ২১ টি আঞ্চলিক পণ্যাগার এর মাধ্যমে যথাসময়ে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়।
সেবা গ্রহীতাদের কাছে সঠিক সময়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌছঁ দেয়ার ওপর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য তথা প্রজনন স্বাস্থ্য সেবার সফলতা একান্তভাবে নির্ভরশীল। সে লক্ষ্যে IDA এবং GOB অর্থায়নে ২০১৪-১৫ অর্থ বছরে উপকরণ ও সরবরাহ ইউনিটের মাধ্যমে ক্রয়/সংগ্রহকৃত গুরুত্বপূর্ণ জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তালিকা নিম্নরুপ:
জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী:
নাম | : | পরিমান |
১। ইনজেক্টবলস | : | ৫ মিলিয়ন ভায়াল |
২। ওরাল পিল | : | ৭৮ মিলিয়ন চক্র |
৩। ইমপ্লান্ট(১ রড) | : | ৫ লক্ষ পিস |
৪। কনডম- | : | ৫০ মিলিয়ন |
৫। ডিডিএস কিটস- | : | ৮ লক্ষ বক্স |
৬। অটো ডেসট্রাক্ট সিরিঞ্জ- | : | ১৫ মিলিয়ন |
এছাড়া অর্থ ইউনিট, সিসিএসডিপি ইউনিট ও এমসিআর এইচ ইউনিটের ঔষধ, এম.এস.আর ও অন্যান্য অনুসাঙ্গিক দ্রব্যাদি ক্রয় পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।
উপকরণ সরবরাহ ইউনিটের দ্রব্য সামগ্রী বিতরণ এবং রিপোর্টিং ব্যবস্থাকে ডিজিটাল করা হয়েছে। ক্রয়/সংগ্রহ ও সরবরাহ অবস্থা ট্রাকিং করার জন্য Supply Chain Information Portal নামে একটি ওয়েব বেইজ সফট ওয়ার স্থাপন করা হয়েছে, এই Portal এর মাধ্যমে জাতীয় এবং উপজেলা সমূহের মজুদ অবস্থা ও ক্রয়/সংগ্রহ কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে জানা যায়। এভাবে ক্রয়/সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাকে নিয়মিত মনিটরিং করে ‘কন্ট্রাসেপটিভ সিকিউরিটি’ নিশ্চিত করা হচ্ছে।
সংক্ষিপ্ত পরিচিতি :
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামটি সূচনালগ্ন থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। ১৯৯২ সনের পূর্বে পরিবার পরিকল্পনা স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিসমূহের সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম ৩টি পৃথক পৃথক প্রকল্প যথাঃ Voluntary Sterilization Programme (VSP), IUD Insertion Programme এবং Norplant Piloting Programme এর মাধ্যমে বাস্তবায়িত হত। বাস্তবায়নের অধিকতর সুবিধার লক্ষ্যে Voluntary Sterilization Programme (VSP) ও IUD Insertion Programme ২টি প্রকল্পকে একীভূত করে ১৯৯২ সালের জুলাই মাস হতে পরিবার পরিকল্পনা ক্লিনিক্যাল সার্ভিসেস প্রকল্প (FPCSP) হিসাবে একটি কর্মসূচী চালু করা হয় এবং পরবর্তীতে Norplant Piloting Programme-কেও এর আওতায় একীভূত করা হয়। জুলাই ১৯৯৮ হতে জুন ২০০৩ পর্যন্ত HPSP সময়ে এই প্রকল্পটি অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ (প্রজনন স্বাস্থ্য) কর্মসূচীর আওতায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস সাব-প্রোগ্রাম হিসাবে অন্তর্ভূক্ত করা হয়। ২০০৩-২০১১ মেয়াদী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচীতে (HNPSP ২০০৩-২০১১) ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী কর্মসূচী (CCSDP) হিসাবে এর কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। চলমান কর্মসূচীটি বর্তমানে ২০১১-২০১৬ মেয়াদী স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর (HPNSDP, ২০১১-২০১৬) আওতায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী কর্মসূচী (CCSDP) হিসাবে বাস্তবায়িত হচ্ছে।
উদ্দেশ্য :
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী কর্মসূচী’র মূল উদ্দেশ্য হল- “পরিবার পরিকল্পনার স্থায়ী (পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ) এবং দীর্ঘ মেয়াদী (ইমপ্ল্যান্ট ও আইইউডি) পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করে Method-Mix CPR-এ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির ব্যবহারকারীর হার বাড়ানোর মাধ্যমে জন উর্বরতার হার (TFR) হ্রাস করা”।
মূল লক্ষ্যমাত্রা :
২০১৬ সালের মধ্যে নীট প্রজনন হার- ১ অর্জনে কার্যকর ও সাদৃশ্যপূর্ণ ৭২% ব্যবহারকারীর হার (CPR) অর্জন করা।
উপরোক্ত উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা অর্জনে নিম্নবর্ণিত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে -
প্রকল্পের মূল উদ্দেশ্য :
বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের পর সন্তানহারা পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ গ্রহীতাদের জন্য রিক্যানালাইজেশন অস্ত্রোপচার সুবিধা (ভ্যাস বা টিউব পুণঃসংযোজন সেবা) প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস